তোষকের ওপরে মানুষ শুয়ে থাকে- এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু তোষকের ভেতরে মানুষ শুয়ে থাকে এমনটা আগে কখনো শোনা যায়নি! বিস্ময়কর ঘটনা হলেও সত্য, স্পেনে প্রবেশের জন্য দুই অভিবাসীকে তোষকের ভেতরে আশ্রয় নিতে দেখা গেছে।
টুইটারে স্প্যানিশ সিনেটর জন ইনারিতুর শেয়ার করা একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিরর। উত্তর আফ্রিকার উপকূল এবং মরক্কোর সীমান্ত সংলগ্ন স্পেনের স্বায়ত্তশাসিত মেলিল্লা শহরের এক চেকপয়েন্টে নিরাপত্তাকর্মীদের তল্লাশির সময় ভিডিওটি ধারণ করা হয়।
এতে নিরাপত্তাকর্মীদেরকে একটি গাড়ির ওপরে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো দুটি তোষক কাটতে দেখা যায়। একটি থেকে বের হন কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা এক যুবক। অপরটি থেকে বের হন কালো প্যান্ট ও নীল টি-শার্ট পরা আরেক যুবক। এই দুই যুবক সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।
তোষক থেকে বের হওয়ার পর তারা সুস্থ ছিলেন। তাই তাদের কোনও চিকিৎসা সহায়তার প্রয়োজন পড়েনি। প্রতিবেদনে বলা হয়, জাজিম বহনকারী গাড়িটির চালক মরক্কোতে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। দেখুন সেই ভিডিওটি-
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.