বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে জর্জিয়া থেকে পাকিস্তানের করাচিগামী একটি এএন-১২ বিমানকে ‘জোরপূর্বক অবতরণ’ করানোর কথা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।
শুক্রবার (১০ মে) বিমানটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়।
এনডিটিভি জানিয়েছে, নির্ধারিত পথ ছেড়ে বিমানটি গুজরাটের একটি পয়েন্ট দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, অতি তৎপর ভারতীয় বিমান বাহিনীর সামরিক বিমানের সহায়তায় জয়পুরে বিমানটিকে অবতরণ করানো হয়েছে।
পাইলট এবং ক্রুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়ছে সূত্র।
আপাতদৃষ্টিতে এ ঘটনাকে ততটা ঝুঁকিপূর্ণ নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বিমান হামলার পর অনির্ধারিত পয়েন্টে বিমানটিকে দেখে সন্দেহ দেখা দেয় ভারতীয় বাহিনীর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.