বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : লাসিথ মালিঙ্গা নিজের নাম রীতিমতো খোদাই করে রেখেছেন ক্রিকেট বিশ্বে। তাঁর মতো একশন, তাঁর মতো নিখুঁত ইয়র্কার এখনো কেউ দিতে পারে না। তবে শোর উঠেছে, শ্রীলঞকা পেয়ে গেছে নতুন মালিঙ্গা, নাম তার পাথিরানা। শুধু মালিঙ্গার মতো একশনই নয়, পাথিরানা আলোচনায় এসেছেন তার গতি দিয়ে। যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাথিরানার একটি বলের গতি উঠেছে ১০৮ মাইল যা ১৭৫ কিলোমিটারের সমান।
রোববার (১৯ জানুয়ারি) যুব বিশ্বকাপের ম্যাচটিতে অবশ্য বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি পাথিরানা। ৮ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন, পাননি উইকেটের দেখা। তার দল শ্রীলঙ্কাও ভারতের কাছে হেরেছে ৯০ রানের বড় ব্যবধানে। তবে দিনভর আলোচনা ছিল পাথিরানার ডেলিভারি নিয়েই। স্পিড গানে দেখানো গতি যদি সত্যি হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো লেভেলে এটি সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি ছিল।
কেননা আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারিটি ১৬১.৩ কিলোমিটারের। ২০০৩ সালে কেপটাউনের নিউল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক গতিতারকা এই রেকর্ডটি নিজের দখলে রেখেছেন এখনও। অস্ট্রেলিয়ান শন টেইট আর ব্রেট লি ১৬০ কিলোমিটার ছুঁলেও শোয়েবকে পেছনে ফেলতে পারেননি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.