
ঢাকা: শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ইং।
জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী আজ এক শোক বার্তায় আবদুল কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী শোক বার্তায় আরো বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে লাখো দর্শকদের মন জয় করে নেয়া এই গুণী অভিনেতা আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
উল্লেখ্য, আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদের মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
।