
বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অমর প্রকাশনীর দু’টি গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কিছু ঘটনা ও রটনা এবং মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা গ্রন্থের মোড়ক উন্মেচন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি। মঞ্চে রয়েছেন লেখক ড. আবদুল মান্নান চৌধুরী, লায়ন আবুল বশর আবু, সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, এনামুল হক খন্দকার ও মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত করেন সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ।