Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি-এ আজকের শেয়ারবাজার

53
0
SHARE

আজ ( ১৭.০১.২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৩টি কোম্পানির ১৭ কোটি ৬৪ লক্ষ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯০০ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার ৫৭৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.৬৮ পয়েন্ট বেড়ে ৬২৮১.৭৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে ২২১৫.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.২৯ পয়েন্ট বেড়ে ১৩৭১.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, সী পার্ল বীচ, নাভানা ফার্মা, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং, ও লাফার্জহোলসিম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার, আইএফআইএল ইসলামি মিঃ ফাঃ-১, বিবিএস, ওআইমেক্স ইলেক্ট্রোড, ইয়াকিন পলিমার, ইন্দো-বাংলা ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস ও প্যাসিফিক ডেনিমস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইটি কনসালটেন্ট, মুন্নু এগ্রো, মুন্নু, রেনউইক যজ্ঞেশ্বর, সাভার রিফ্র্যাক্টরিজ, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, এমারেল্ড ওয়েল, শ্যামপুর সুগার ও আজিজ পাইপস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫৭৭৭১২৮৩০০৫৩.০০

image_pdfimage_print