Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

49
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ (১৭.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬১টি কোম্পানীর ১৮ কোটি ২৯ লক্ষ ৫৫ হাজার ৯৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৯৭ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৮৪০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬৫.৪৫ পয়েন্ট কমে ৬৪১৩.০২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১.৪৪ পয়েন্ট কমে ২২৭৭.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৩৯ পয়েন্ট কমে ১৪০৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- ইস্টার্ন হাউজিং, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, পেপার প্রসেসিং, কেডিএস এক্সেসোরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, মনোস্পুল পেপার, বিএসসি ও জেএমআই হসপিটাল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- মনোস্পুল পেপার, ফাইন ফুডস, রহিমা ফুডস, ইস্টার্ন ক্যাবলস, ইস্টার্ন লুব্রিকেন্টস, কেডিএস এক্সেসোরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি থাই, সিভিওপিআরএল ও দেশ গার্মেন্টস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- অ্যাপেক্স ফুডস, ফারইস্ট নিটিং, বিডিকম অনলাইন, নাভানা সিএনজি, অ্যাপেক্স নিটিং, আজিজ পাইপস, ফার কেমিক্যাল, পেনিনসুলা চিটাগং, আফতাব অটোস ও ইনডেক্স এগ্রো।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৯২৭৫৫৪৩৯৯৬.০০।

image_pdfimage_print