
প্রতিবেদক, চাঁদপুর :
কেন্দ্রীয় যুবলীগ নেতা, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজুল
হাসান রিয়াজ অলিপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪ জানুয়ারী
সোমবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে
একথা জানিয়েছেন।
রিয়াজুল হাসান রিয়াজ মতলব উত্তর উপজেলার অলিপুর গ্রামের সন্তান। তার বাবা ইসমাইল হোসেন একজন
বীর মুক্তিযোদ্ধা। এলাকাবাসী জানিয়েছেন, স্কুল প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের
অবদান অনস্বীকার্য।
সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে রিয়াজুল হাসান বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা
জানাচ্ছি আমার প্রিয় নেতা সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমীন রুহুল ভাইয়ের প্রতি। তিনি
আমাকে স্কুলের দায়িত্ব দিয়েছেন, সকলকে সাথে নিয়ে চেষ্টা করবো এই স্কুলকে মতলবের মধ্যে অন্যতম
সেরা স্কুল করার জন্য।
তিনি আরো বলেন, প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকতে এখন প্রয়োজন মানসন্মত শিক্ষা বা
যুগোপযোগী শিক্ষা সেই শিক্ষা নিশ্চিত করতে আমি সকলের সহযোগীতা নিয়ে সর্বোচ্চ
আন্তরিকতার সাথে কাজ করতে চাই।