Home খেলাধূলা অস্ট্রেলিয়ার নির্বাচকদের ‘নির্বোধ’ মনে করেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার নির্বাচকদের ‘নির্বোধ’ মনে করেন ওয়ার্ন

44
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৪ জনের দলে উসমান খাওয়াজা, পিটার সিডল, নাথান লায়নদের ফেরানো হয়েছে। বাদ দেওয়া হয়েছে ডি’আর্কি শর্ট ও ক্রিস লিনের মতো ৫০ ওভারের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের। দল নির্বাচন মোটেও ঠিক হয়নি বলে জানালেন শেন ওয়ার্ন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের একহাত নিয়ে ওয়ার্ন বলেছেন, ‘অত্যন্ত খারাপ দল নির্বাচন হয়েছে।’ ওয়ার্ন টুইট করে বলেছেন, ‘যোগ্য ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক অযোগ্যকে দলে নেওয়া হয়েছে। নির্বাচকদের বুদ্ধি আছে বলে মনে হয় না।’

এরপরই নিজের পছন্দের একাদশ জানিয়েছেন ওয়ার্ন। যে দলে আছেন, ফিঞ্চ, শর্ট, ক্যারে, শন মার্শ, ম্যাক্সওয়েল, স্টোইনিস, অ্যাগার, মিচেল মার্শ, প্যাটিনসন, রিচার্ডসন, মেরেডিথ, জাম্পা। রিজার্ভে রাখা হয়েছে লিন ও লায়নকে।

ক্ষিপ্ত ওয়ার্ন বলেছেন, ‘কেন ডি’আর্কি শর্টকে বাদ দেওয়া হল তা বুঝলাম না। বল করতে পারে। ব্যাটিং জানে। ছন্দে ছিল। তা না করে একটা বুড়োকে দলে নিয়েছে।’

image_pdfimage_print