Home রাজনীতি আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হলেন রনি চৌধুরী

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হলেন রনি চৌধুরী

84
0
SHARE

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী রনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাজী আকরাম আহম্মেদকে এবং সদস্য সচিব মো. ছিদ্দিকুর রহমান। এই কমিটির মোট সদস্য সংখ্যা ৬৭ জন।

দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদুল হোসেন চৌধুরী রনি।

তিনি বলেন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন রনি চৌধুরী।

প্রসঙ্গত, রাশেদুল হোসেন চৌধুরী রনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ও সুদক্ষ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। তিনি রপ্তানি পোশাক, হসপিটালিটি, মিডিয়া ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজ স্বত্বাধিকারী। এছাড়া তিনি একজন সিআইপি পদকপ্রাপ্ত ব্যবসায়ী নেতা।

রাশেদুল হোসেন চৌধুরী রনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কনিষ্ঠ পুত্র।

image_pdfimage_print