
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আকাশ কুমার ভৌমিক ট্রাক্টর প্রতীক নিয়ে ২য় বারের মতো ৫৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১ ফেব্রুয়ারী নির্বাচনে তিনি বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। বিপুল ভোটে নব নির্বাচিত কমিশনার আকাশ কুমার ভৌমিক বলেন- নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদে আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় সর্বস্তরের জনগণ, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক মহল, পেশাজীবী, প্রশাসন, আইন শৃংখলায় নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ছাত্রসমাজ, যুবসমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ ভাইবোনদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। সকলের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক সহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ আমাকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম ও পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে, দোয়া আশির্বাদ প্রার্থনা অকৃত্রিম ভালবাসা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে আমার বিজয়কে নিশ্চিত করেছেন, সকলের প্রতি রইল আমার হৃদয় নিংরানো ভালবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিশেষ করে নির্বাচনে আমার সাথে যারা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কল্যাণ কামনায় ৫৯নং ওয়ার্ডকে নতুন উদ্যোমে আধুনিকরুপে গড়ে তুলতে সহযোগিতা ও সুপরামর্শ একান্তভাবে কামনা করছি। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সহ সকল শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়ার্ডের উন্নয়নে দলমতের উর্দ্ধে উঠে জনগণের গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার পথচলায় সকলের দোয়া, আশির্বাদ, সু-পরামর্শ দানে বাধিত করবেন বলে আমি আশাবাদী। আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।