Home ব্রেকিং আজও যাত্রাবাড়ি থানার ৬৩নং ওয়ার্ডে ইফতার বিতরণ করলেন কামরুল হাসান রিপন

আজও যাত্রাবাড়ি থানার ৬৩নং ওয়ার্ডে ইফতার বিতরণ করলেন কামরুল হাসান রিপন

34
0
SHARE

আশিক সরকারঃ   নভেল করোনাভাইরাসের সংকটে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মাহে রমজানের প্রথম দিনে শুরু এই কর্মসূচীর আজ ১৭তম দিনে যাত্রাবাড়ি থানার ৬৩ নাম্বার ওয়ার্ডের কাজলারপাড় এলাকায় গরীব-দুঃখী, অসহায়, কর্মহীন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।

সোমবার বিকেলে যাত্রাবাড়ি থানার কাজলারপাড় এলাকার প্রায় ৫০০জন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এর আগের দিন রবিবার ঢাকা ৫ আসনের ডেমরা থানার ৬৬ নাম্বার ওয়ার্ডের ডগাইর ও বড়ভাঙ্গা এলাকার মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই নেতা।

কামরুল হাসান রিপন বলেন, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবা-শান্তি ও প্রগতির সংগঠন। মানুষের সেবা করাই আমাদের ব্রত। রমজান মাসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণের এই কর্মসূচী ধারাবাবিকভাবে চলবে। এখন ঢাকা ৫ আসনের বিভিন্ন থানা এবং ওয়ার্ডগুলোর মাঝে এই কার্যক্রম চলছে।’
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নামক ভয়ংকর ভাইরাসের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। এর মধ্যেই শুরু হয় পবিত্র রমজান মাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সময়টাতে বিপাকে পড়ে অসহায়, কর্মহীন, রিক্সাচালক ও নিম্ন আয়ের মানুষগুলো। তবে করোনার সংকটকালীন এই সময়টাতে সাধ্যমতো এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন।

ইফতার বিতরণ কর্মসূচীতে এদিন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এবং যাত্রাবাড়ি থানার ৬৩ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে ইফতার বিতরণ কর্মসূচীতে সহায়তা করেন স্থানীয় প্রশাসন।

image_pdfimage_print