Home খেলাধূলা আজ জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ

আজ জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারার পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্যের পথে ভালোভাবে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের।

বিস্ট্রলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। কেনিংটন ওভালে শক্তিশলী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের স্বাদ নিয়ে পরের ম্যাচে একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচটি হারতে হয় মাশরাফির দলকে। ২ উইকেটের হারে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।

এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে খেলতে নামে বাংলাদেশ। এ ম্যাচে ১০৬ রানের বড় ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারে টাইগাররা। এতে সেমিফাইনালে খেলার লক্ষ্যের পথ ঝাপসা হতে শুরু করে। সেমিতে খেলতে হলে পরের ৬ ম্যাচ থেকে অন্তত ৪টি জয় লাগবেই বাংলাদেশের। তাই শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবার চেষ্টাও করছে না মাশরাফির দল।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ধনানঞ্জয়া ডি সিলভা, আবিস্কা ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, লাহিরু থিরিমান্নে, ইসরু উদানা ও জেফরি বান্দারসে।

image_pdfimage_print