Home জাতীয় আজ ফণীর কারণে উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আজ ফণীর কারণে উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর কারণে আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে গতকাল শুক্রবার কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোর শিক্ষা অফিস থেকে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ মে শনিবারের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সূচি ঠিক থাকবে।

এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির ব্যাচেলর অব অ্যাগ্রিকালচার এডুকেশন (বিএজিএড) প্রগ্রামের আজ শনিবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১১ মে অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে আজ শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে পরিবর্তিত তারিখও ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড।

image_pdfimage_print