Home জাতীয় আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

36
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজশাহী যাচ্ছেন। বেলা ১১টায় তিনি রাজশাহী সেনানিবাসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর-এর ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এই চারটি ব্যাটেলিয়নের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন এবং প্যারেড পরিদর্শন করবেন।

রাজশাহী প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। সেনানিবাসের অনুষ্ঠান শেষেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন। এদিন রাজশাহীতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি।

সর্বশেষ গত বছরের ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেয়াদে নতুন সরকার গঠনের পর এ বিভাগীয় শহরে এটি তার প্রথম সফর।

image_pdfimage_print