
আজ শিক্ষক দিবস। এ দিবসটি পালনে সকাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয়ভাবে ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে থেকে প্রথমে র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অংশ নেবেন বলে জানা যায়।
দিবসটি উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সমাজে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কর্ণধার হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব। কোমলমতি শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মহৎ কাজের
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ আওতাধীন বিভিন্ন দপ্তর ২৭ অক্টোবর দেশে শিক্ষক দিবস উদযাপনে উদ্যোগ নিয়েছে। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু।’ দিবসটি উপলক্ষে শিক্ষকদের অংশগ্রহণে এদিন সকালে ঢাকার আব্দুল গণি রোডে একটি বর্ণাঢ্য র্যালি ও পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।