
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : চকবাজারে যত ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন ও কারখানা রয়েছে সবগুলোকেই পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ব্যপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের ওয়াহেদ ম্যানশন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘এরআগে একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। কিন্তু সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আটঘাট বেঁধে নেমেছি। সব গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে ফেলব।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তিনটি বিষয়ের প্রতি প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে কাজ করছি। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ হস্তান্তর।’
তিনি জানান, ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করে তাদের তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের বিপ্লবী সহ-সভাপতি, এডভোকেট নুরুল আমিন রুহুল এম, পি।