Home আন্তর্জাতিক আরও ৪ সপ্তাহের লকডাউনে নিউজিল্যান্ড

আরও ৪ সপ্তাহের লকডাউনে নিউজিল্যান্ড

56
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরও ৪ সপ্তাহ লকডাউনে থাকবে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান দেশটিতে করোনা সতর্কতা ৩ থেকে বাড়িয়ে ৪ করেছেন। লকডাউনের কারণে হাজার হাজার নাগরিকের প্রাণ বেঁচে যাবে বলে জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী।

লকডাউনের সময় স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। অতি জরুরি নয় এসব সব ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া নিউজিল্যান্ডের নাগরিকরা বাসায় অবস্থান করবেন।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যাননি। সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড

image_pdfimage_print