Home আন্তর্জাতিক নেতানিয়াহুর গদি বাঁচাতেই গাজায় ফের হামলা?

নেতানিয়াহুর গদি বাঁচাতেই গাজায় ফের হামলা?

38
0
SHARE

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক সংকট ক্রমশ বাড়ছে। দুর্নীতির মামলায় আদালতে নতুন শুনানি, গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্তের চেষ্টা নিয়ে জনরোষ এবং তার সরকার ও বিরোধীদের চাপ—এসব সমস্যা মোকাবিলায় তিনি আবারও যুদ্ধের পথ বেছে নিয়েছেন। গত মঙ্গলবার থেকে গাজায় ফের হামলা শুরু করেছে তার বাহিনী।

এর ফলে, আপাতত নেতানিয়াহুর এসব সংকট অনেকটা আড়ালে চলে গেছে। আদালতে তার শুনানি স্থগিত হয়েছে, শিন বেতের প্রধান বরখাস্তের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভ ম্লান হয়ে গেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকা রাজনীতিকরা সন্তুষ্ট হয়েছেন।

বিপরীতে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজায় ভয়াবহ পরিণতি বয়ে এনেছে। মাত্র এক রাতের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ধারণা করা হচ্ছে, সামনে আরও প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে।

 

image_pdfimage_print