Home আন্তর্জাতিক হোলির শুভেচ্ছা জানালেন ইমরান খান

হোলির শুভেচ্ছা জানালেন ইমরান খান

57
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব চলছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে হিন্দুরা পালন করছেন এই আনন্দের উৎসব। এই উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ওই টুইটবার্তায় ইমরান খান বলেছেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। এ উৎসব শান্তিপূর্ণ ও বর্ণিল হোক।

পাকিস্তানেও হিন্দু সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন। এ বিষয়ে পাকিস্তানের হিন্দু কাউন্সিল জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে ৮০ লাখের বেশি হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করছেন।

image_pdfimage_print