Home খেলাধূলা আফগান বোলিংয়ে চাপের মুখে ভারত

আফগান বোলিংয়ে চাপের মুখে ভারত

35
0
SHARE

অসম শক্তির লড়াই। তবে অপেক্ষাকৃত দুর্বল হলেও ভারতকে একেবারে ছেড়ে কথা বলছে না আফগানিস্তান। সাউদাম্পটনে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ চাপে রেখেছে গুলবাদিন নাইবের দল।

টস জিতে ব্যাটিংয়ে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি তেড়েফুরে শুরু করবে, এমনটাই ভেবেছিলেন সবাই। তবে আফগানিস্তানের বিপক্ষে সেভাবে দাপট দেখিয়ে শুরু করতে পারেনি বিরাট কোহলির দল।

ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানেই। ধীরে শুরু করা ভারতের বোর্ডে তখন মাত্র ৭ রান।

দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। দেখেশুনে খেলতে থাকা রাহুলকে (৩০) সাজঘরের পথ দেখান মোহাম্মদ নবী। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে ভারত।

সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন কোহলি আর বিজয় শঙ্কর। কোহলি ৩৬ আর শঙ্কর ৪ রানে অপরাজিত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান

image_pdfimage_print