
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : এই (আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯) বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ কখনোই ফেবারিট না, তবে টাইগাররা বিশ্বকাপে ভালো কিছু করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়বেন আগামী ১ মে। টাইগারদের এই মিশনের আগে সোমবার (২৯ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের দলগুলোর মধ্যে আমরা কখনোই ফেবারিট না। আমাদের মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আমরা ভালো কিছু করতে মুখিয়ে আছি। এর জন্য সবাই প্রস্তুত আছে কি-না সেটা গুরুত্বপূর্ণ।’
ফাইনাল-সেমিফাইনাল খেলতে হবে এমন কোনও চাপ নিতে চান না নড়াইল এক্সপ্রেস। বলেন, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি অতিরিক্ত চাপও নিতে চাই না। আমি সবসময় ভাগ্যে বিশ্বাস করি। আমাদের ফাইনাল খেলে আসতে হবে, সেমিফাইনাল খেলতে হবে- এরকম কোনো চাপ নিতে চাই না। বিশ্ব সেরা দলগুলোও অনেক সময় ভালো করতে পারে না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছি। আর ভালো খেলতে পারলে আমাদের সম্পর্কে অন্য দলগুলোর দৃষ্টিভঙ্গিও বদলাবে।’
ক্রিকেট ও দল নিয়ে মাঝে মধ্যে আলোচনার জন্ম দেয় স্যোসাল মিডিয়া, যেটা ক্রিকেটারদের ওপর চাপ তৈরি- এমন প্রসঙ্গে অধিনায়ক বলেন, আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অবস্থা তা কখনোই ক্রিকেটে ভালো করতে বা খারাপ করতে সাহায্য করবে না। আমিও এটা ব্যবহার করি, কিন্তু এসব আমার ওপর কোনো প্রভাব ফেলে না, সাকিবের ওপর প্রভাব ফেলে না। যাদের ওপর ফেলে সেটা তাদের ব্যাপার। তারা ঠিক করবে এটাকে কীভাবে মোকাবিলা করা যায়। আর বিশ্বকাপের এ দুই মাসে পুরো মনোযোগ ক্রিকেটের ওপরই দিতে হবে।’
একজন বা দুইজনেরও ওপর চাপ, দলের পেস ইউনিটকে ভালো করতে হবে। মাশরাফি বলেন, ‘অন্যান্য দলের বোলিং আক্রমণের তুলনায় আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা দল হিসেবে খারাপ না। সাকিব বিশ্বমানের বোলার, মিরাজ ভালো করছে, মোস্তাফিজ আছে, তাসকিন আছে, আমি আছি। খেলায় ভালো-মন্দ হবে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।’