Home রাজনীতি আর্ত মানবতার পাশে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ

আর্ত মানবতার পাশে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ

32
0
SHARE

আশিক সরকার : আর্তমানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ মোঃফরহাদ হোসেন মুন -যুগ্ন সম্পাদক।
গংগাচড়া উপজেলার ৯নং নোহালী ইউনিয়নের ২,৭, ও ৮ নং ওয়ার্ডের (চর নোহালী) পানি বন্দী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করছেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা সনি। এসময় উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন মুন -সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সংসদ (চ,প,ই) ও সাবেক আহবায়ক, সিভিল ডিপার্টমেন্ট (চ,প,ই), তপু-সহ-সম্পাদক গংগাচড়া উপজেলা ছাত্রলীগ, দীপক রায়-কর্মী রংপুর জেলা ছাত্রলীগ, ভাস্কর দত্ত-সভাপতি রংপুর জেলা নবীন লীগ সহ রংপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মীবৃন্দ এবং তাদের পাশে থেকে উক্ত ত্রাণ বিতরন কার্যক্রম সফল করতে সহায়তা করেছেন নোহালী ইউনিয়ন ছাত্রলীগের তরুন কর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতা সনি বলেন বন্যার্তদের সর্বোচ্চ সহযোগিতা করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার নির্দেশক্রমে পানি বন্দী পরিবার গুলোর মাঝে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের তাদের সাধ্যমত বন্যার্তদের সহোযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

image_pdfimage_print