Home ব্যাংক-বীমা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং জুলাই-২০২৩ অনুষ্ঠিত

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং জুলাই-২০২৩ অনুষ্ঠিত

79
0
SHARE

পরিক্রমা ডেস্ক : অদ্য ০৩/০৮/২০২৩ ইং রোজ ‘বৃহস্পতিবার’ এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সু-সজ্জিত সেমিনার কক্ষে মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং জুলাই-২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী, অভি। আরও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি . (অপারেশন)।

অনুষ্ঠানে জুলাই-২০২৩ মাসের ব্যবসায়ীক প্রতিবেদন উপস্থাপন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে জুলাই-২০২৩ মাসে ১২ (বারো) কোটি টাকার অধিক প্রিমিয়াম এবং ৪৩৬২ (চার হাজার তিনশত বাষট্টি) টি নতুন পলিসি সংগৃহীত হয়।
সবশেষে সারা দেশ থেকে আগত লিডারদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
image_pdfimage_print