Home ব্রেকিং আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

33
0
SHARE

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ- কমিটির উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাভুক্ত ২৫ টি থানায় ৫’শতাধীক অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ধানমন্ডি-৩ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সাম্মুখ থেকে কার্যক্রমরর উদ্বোধন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, পিয়াজ, ছোলা, আলু, লবন ও সাবান।

বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার নেত্রীর নির্দেশে তা বাস্তবায়ন করছি। আমরা আশা করছি দুর্যোগ মোকাবিলা করতে আমাদের কোনও অসুবিধা হবে না। করোনাভাইরাস যতক্ষণ থাকবে, আশা করছি এ অন্ধকার ঘুচে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি আধারের পর আলো আসবে আমাদের জীবনে।

বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হক মন্টু, শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম শফিউল আলম ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ, আনোয়ার হোসেন দিপু’সহ মহানগর এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print