
রাত পুহালেই শুরু হচ্ছে নতুন আরেকটি মাস। আর এই মাসেই আঘাত হানবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। রোববার ৩১ মে) ভারতের আবহাওয়া অফিসের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্রই এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী জুন মাসের ৩ তারিখে গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে শনিবার একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। পরের দিন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, যার নাম নিসর্গ।
এদিকে ‘নিসর্গ’এর কারণে এরই মধ্যে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, তা জানতে আরও কিছু সময় লাগবে।
মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি ২ জুন সকালের বাঁক নিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে ৩ জুন সকালে।
এদিকে কয়েকদিন আগেই শেষ হলো ঘূর্ণিঝড় ‘আম্ফান’। তার ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠার আগে ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হানতে পারে ভারত-বাংলাদেশে।
এবারের ঘূর্ণিঝড়ের ‘নিসর্গ’ নামটি দিয়েছে বাংলাদেশ।