Home ব্যাংক-বীমা “আস্থা লাইফ এর মৌলভীবাজার শাখা উদ্বোধন”

“আস্থা লাইফ এর মৌলভীবাজার শাখা উদ্বোধন”

94
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বুধবার মৌলভীবাজার এর ১২৪১/১ কুসুমবাগ, ইউসুফ কমপ্লেক্স এর ২য় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শাখা অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অবঃ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি, প্রেস ক্লাব সভাপতি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ প্রমুখ সহ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স মাননীয় সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি স্মার্ট জীবন বীমা কোম্পানীর উদীয়মান রোল মডেল হিসেবে অবদান রেখে চলতে বদ্ধপরিকর।

image_pdfimage_print