
বি. পরিক্রমা রিপোর্ট : স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়ায় ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আগামী ৬ মাসের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে তাদের ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
ইউজিসি সূত্র বলছে, গত ১ জানুয়ারি ২০২৩ তারিখ সংস্থাটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র বলছে, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর জন্য তালিকাভূক্ত ১৫টি বিশ্ববিদ্যালয়কে সময় বেঁধে দেওয়া হয়েছিল।