Home ক্যাম্পাস খবর ইন্দো-প্যাসিফিক বাস্তবতা উন্মোচন: কানাডা ও বাংলাদেশের উপর প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

ইন্দো-প্যাসিফিক বাস্তবতা উন্মোচন: কানাডা ও বাংলাদেশের উপর প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার

99
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আজ (এনএসইউ) ‘ইন্দো-প্যাসিফিক-কানাডার স্ট্র্যাটেজি অ্যান্ড বাংলাদেশের আউটলুক: এ ডিপ লুক ইন দ্য কি এরিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ’র সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং বাংলাদেশ কানাডিয়ান হাই কমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো: খুরশিদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিইউএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইমাইক্রোগ্রাফ বিজনেস সলিউশনের সিইও নূর মাহমুদ খান; কর্পোরেট মাল্টিন্যাশনাল ব্যাংকের হেড মমতাজুল কে এন আহমেদ; এনএসইউর এসআইপিজির অধ্যাপক শহীদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

রিয়ার এডমিরাল মো: খুরশিদ আলম বাংলাদেশের পররাষ্ট্রনীতি কাঠামোর মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের ওপর জোর দেন। হাইকমিশনার লিলি নিকোলস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কানাডার সম্পৃক্ততার কৌশলগত তাৎপর্যের উপর জোর দেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার পারস্পরিক সুযোগের কথা তুলে ধরেন। এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের উন্নত সুযোগ সৃষ্টির জন্য শিল্প ও ব্যাংকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক শহীদুল হক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের কৌশলগত পদ্ধতির উপর আলোকপাত করে প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বিভিন্ন দেশের মধ্যে বহু-মেরুতা এবং বিশ্বায়নের অংশীদারিত্বের একটি অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন সিপিএস ও এসআইপিজি, এনএসইউ’র পরিচালক প্রফেসর এস কে তৌফিক এম হক।

image_pdfimage_print