
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চীনে থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে থাকা ৭শর বেশি নাগরিককে ফিরিয়ে নিতে চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কুয়েত এয়ারওয়েজ ও কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ তথ্য জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার প্রথম পাঁচটি ফ্লাইটে ১৩০ জন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট ২৮ জন করোনাভাইরাসের আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছে ১০ জন।