
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে এই সংগঠনের একজন যোদ্ধাকে হত্যার দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে ইসরায়েল।
তেল আবিব হিজবুল্লাহকে একটি বার্তা পাঠিয়ে বলেছে, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে চালানো যে হামলায় ওই যোদ্ধা নিহত হয়েছেন তাকে হত্যা করার উদ্দেশ্যে সে হামলায় চালানো হয়নি।
লেবাননের আল-মায়াদিন টিভি জানিয়েছে, জাতিসংঘের মাধ্যমে পাঠানো চিঠিতে ইসরায়েল হিজবুল্লাহকে বলেছে, তেলআবিব ওই এলাকায় হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতির কথা জানত না। হিজবুল্লাহ ওই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে।
হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করে, গত ২০ জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি আগ্রাসী হামলায় সংগঠনের যোদ্ধা আলী কামেল মোহসেন নিহত হন। এ খবর ঘোষণা করার পর অধিকৃত ভূখণ্ডে (ইসরায়েলে) আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা প্রতিহত করতে তেলআবিব ব্যাপক প্রস্তুতি নেয়।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চীয় লেবানন সীমান্তবর্তী কয়েকটি শহরের বেশ কিছু সড়ক বন্ধ করে লোকজনের চলাচলের জন্য বিকল্প পথ খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।