Home ব্রেকিং ঈশ্বরগঞ্জে বাড়িতে এসে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

ঈশ্বরগঞ্জে বাড়িতে এসে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

52
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁঠালগ্রামের হাসেম মিয়া (৫৫) ও তার ছেলে জহিরুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, হাসেম মিয়ার প্রতিবেশী-স্বজনদের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে হামলা চালাল। এ সময় প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর জখম হয় হাসেম ও জহিরুল। জহিরুলকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর হাসেম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

image_pdfimage_print