
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীর উত্তরায় সরকারের নির্ধারিত বেতন-ভাতা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ’ পোশাক শ্রমিক। এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ উত্তরায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে গার্মেন্টস শ্রমিকরা।
বিষয়টি নিম্চিত করে বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে।
তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।