Home ব্রেকিং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই আকাশ কুমার ভৌ‌মিক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই আকাশ কুমার ভৌ‌মিক

36
0
SHARE

আশিক সরকার :   আসন্ন ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপস এর নির্বাচনের প্রচারণার পক্ষে ভোট চেয়ে

৫৯ নং ওয়ার্ড এর ট্রাক্টর মার্কা প্রতী‌কের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আকাশ কুমার ভৌ‌মিক বলেন ‘ আধুনিক পরিকল্পিত নগরী গড়তে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। আজ (শুক্রবার) পু‌রো মেরাজনগর জু‌ড়ে সকল ব্ল‌কের মুরু‌ব্বি‌দের নি‌য়ে অ‌লি গ‌লি‌তে মি‌ছিল করা হয় এবং এলাকায় গণসংযোগ ওপথসভার মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইলেন আকাশ কুমার ভৌ‌মিক।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোট হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

image_pdfimage_print