
আশিক সরকার ঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামে পক্ষে ভোট চেয়ে কার্যনির্বাহী সদস্য কাফরুল থানা আওয়ামীলীগ যুবলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর ও কার্যনির্বাহী সদস্য, আওয়ামী যুবলীগের জেড.এ. এম. কামরুল হুদা লিটন বলেন ‘ আধুনিক পরিকল্পিত নগরী গড়তে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।
আজ কাফরুল, থানার অন্তর্গত ৪, ১৬, ৯৪, ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে ঘুরে এলাকাবাসীর কাছে নৌকার ভোট চাইলেন এলাকায় গণসংযোগ ওপথসভার মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইলেন লিটন ।
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোট হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে