
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : উন্নয়ন প্রকল্পে নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে তিনি এ তাগিদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়ন প্রকল্পগুলোতে নজরদারি আরও বাড়াতে হবে, তাহলে বাস্তবায়ন আরও ভাল হবে।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের এটি প্রথম একনেক বৈঠক। সভায় ৯টি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পরিকল্পনা বিভাগ সূত্র জানিয়েছে।
সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।