
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট সমাধানে শিক্ষাবৃত্তি দাবি করায় উপাচার্য ড. মীজানুর রহমানের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (১১ জুন) এ ঘটনায় ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আসীন থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন বলে দাবি সংগঠনের নেতাদের।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক তীব্র নিন্দা জানিয়ে বলেন, ড. মীজানুর রহমান অতীতেও নানা রকম বেফাঁস মন্তব্য করে উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদকে কলুষিত করেছেন। শিক্ষার্থীদের মিসকিন, বিশ্ববিদ্যালয়কে এতিমখানা বলে মন্তব্য করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নিজেদের অক্ষমতাকেই প্রমাণ করলেন তিনি। করোনা ভাইরাসের মহাসংকটে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বেফাঁস মন্তব্য করে তিনি উপাচার্য পদে আসীন থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন। এসময় অবিলম্বে তার পদত্যাগ ও শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পূরক শিক্ষাবৃত্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছে। শিক্ষার্থীদের বিপর্যয়ে তাদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাঁড়ানো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব পালনে ব্যর্থ প্রশাসনের এক মুহূর্ত পদ দখল করে বসার অধিকার নেই।
এ সময় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ও সরকারকে ঢাকা মহানগরসহ সারাদেশে শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাব্যয় সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।