
ঊরুর চোটে কয়েক সপ্তাহের জন্য ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরো ছিটকে গেছেন বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
জানা গেছে, গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে ২-১ গোলে জিতে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচ চলাকালে ৭৭তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন তারকা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে সিটি। সোমবার সংবাদ সম্মেলনে আগুয়েরোর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গুয়ার্দিওলা।
কোচ আরো জানান, আগামী ৭ ডিসেম্বর লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। এর আগে আগুয়েরোর সুস্থ হয়ে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই।
কুঁচকির সমস্যার কারণে গত মৌসুমেও পাঁ