Home ব্রেকিং ঋণ নেয়ার জন্য বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে —পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঋণ নেয়ার জন্য বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে —পরিকল্পনা প্রতিমন্ত্রী

39
0
SHARE

আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নেয়ার জন্য বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এ অবস্থানে থেকে উৎপাদনশীল খাতসহ যেসব খাতে ঋণ নেয়া প্রয়োজন তা নেয়া উচিত বলে মনে মন্তব্য করেন তিনি। গতকাল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫)’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে এমন মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

শামসুল আলম বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ চাওয়া হচ্ছে, আমি এর পক্ষে। ডলার সংকট মোকাবেলার জন্য ঋণ নেয়া দরকার। উৎপাদনশীল খাত ও অবকাঠামো গুছিয়ে ফেলার জন্য এ ঋণ নিতে হবে। অনেকে বলে মাথাপিছু ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, ঋণ নেয়া যাবে না। কিন্তু মাথাপিছু এ ঋণ ব্যক্তি নেয় না, রাষ্ট্র নেয়। রাষ্ট্র এটা পরিশোধ করবে।

তিনি আরো বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংক কতগুলো শর্ত দেয়। শর্ত দেয় আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় উন্নতি করার জন্য। আর এ উছিলায় যদি আমরা কিছু সংস্কার করি, তাহলে সেটা আমাদের জন্য সুফলই বয়ে আনবে।

গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্যে আইসিএবির সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বিদেশী সাহায্য ছাড়া আত্মনির্ভরশীল দেশ গঠনে সাহায্য করতে পারে। তবে এর অন্যান্য সম্ভাব্য ত্রুটি রয়েছে, যা বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বাণিজ্য সুবিধা থেকে দূরে রাখতে পারে। এজন্য আগে থেকেই পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা উচিত।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাহিদি সাত্তার বলেন, আমাদের প্রবৃদ্ধি হওয়া উচিত রফতানি ও উৎপাদননির্ভর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রফতানির বৈচিত্র্যকরণের যে লক্ষ্য আছে, তা অর্জন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেন, এ পরিকল্পনায় ১ কোটি ১৩ লাখের বেশি কর্মসংস্থানের লক্ষ্য নেয়া হয়েছে। এটা সম্ভব হলে মানুষ বেশি আয় করার সুযোগ পাবে। যেটা পরিকল্পনাকে সফল করতে ভূমিকা রাখবে।

image_pdfimage_print