
শামসুজ্জামান ডলারঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন দিশেহারা। তারা এখন অন্যদের দলে টানার প্রানপন চেষ্টা করছে।
মায়া চৌধুরী বলেন, ‘নেতৃত্বসংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবস্যার অন্ধকার দেখেন, কারণ তাঁদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।’
গত ৩জুন শুক্রবার বিকালে উপজেলার ষাটনলের শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজ মাঠে
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জামাত শিবির ও বিএনপি কর্তৃক হত্যা-হুমকির প্রতিবাদে
ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যােগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কীভাবে? বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।’
ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম শরীফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু হানিফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক,
মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,
যুগ্ম-সাধারন সম্পাদক আইযুব আলী গাজী,
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
গাজী মুক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম হাওলাদার, শাজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
দেলোয়ার হোসেন দানেশ, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারন সম্পাদক আতাউর রহমান,
উপজেলা মহিলালীগের সভাপতি পারভীন শরীফ
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, তেজঁগাও থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহবায়ক তানজিদ সরকার রিয়াদ, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ মেম্বার, জেলা জাতীয় পার্টীয় যুগ্ম-আহবায়ক ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজীফ, আওয়ামীলীগ নেতা হারুন সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, আওয়ামীলীগ নেতা শুখরঞ্জন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা এসএম মঞ্জুর আহমেদ কাজল, ষাটনল ইউসিয়স যুবলীগের সাধারন সম্পাদক সেলিম উদ্দিন টিটু প্রমূখ।
‘দেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে মায়া চৌধুরী বলেন, বিএনপিই এখন গভীর সংকটে আছে। বাংলাদেশ কোনো সংকটে নেই। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশাহারা পথিক।
তিনি বলেন, বিএনপি- জামায়াত আবারো ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবেনা। বিএনপি-জামায়াতকে আর মাঠে নামতে দেয়া হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ আওয়ামীলীগের দখলে রাখতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকবে হবে।