Home রাজনীতি এড. নুরুল আমিন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

এড. নুরুল আমিন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

42
0
SHARE

আবারও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সিনিয়র সহ- সভাপতি ও চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. মো. নুরুল আমিন রুহুল।

৯ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফী পবিত্র ওমরা পালনের জন্য আজ ৯ এপ্রিল রবিবার সন্ধ্যার একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদী আরবের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।

তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এড. মো. নুরুল আমিন রুহুল এমপি।

এর আগেও কয়েকবার সভাপতি দেশের বাহিরে যাওয়ায় সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল সভাপতির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

image_pdfimage_print