Home ব্রেকিং এড. নুরুল আমিন রুহুল এমপির পক্ষ থেকে পুলিশ সদস্যদের  জন্য  পিপিই, মাস্ক...

এড. নুরুল আমিন রুহুল এমপির পক্ষ থেকে পুলিশ সদস্যদের  জন্য  পিপিই, মাস্ক ও খেজুর প্রদান

SHARE

শামসুজ্জামান ডলারঃচাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সদস্যদের  জন্য  পিপিই, মাস্ক, রমজান মাস উপলক্ষে খেজুর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ৫মে) সকালে  পুলিশ সুপার কার্যালয়ে সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল এর  ব্যক্তিগত পক্ষ থেকে   পিপিই, মাস্ক, রমজান মাস উপলক্ষে খেজুর তুলে দেন সহকারী  এডভোকেট  মো. লিয়াকত আলী সুমন।
এ সময় উপস্থিত  ছিলেন- মতলব  উত্তর  উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম  আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন, মতলব উত্তর  প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বোরহান  উদ্দিন  ডালিম।
সংসদ সদস্যের উপহার সামগ্রী  গ্রহণ করেন পুলিশ সদস্য মো. জাহিদ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- দুইশ’ পিচ পিপিই, গ্লাস প্রটেক্ট ফেসশীল মাস্ক একশত পিচ, নরমাল মাস্ক দেড়শত পিচ ও এক কার্টুন খেজুর।
image_pdfimage_print