Home ক্যাম্পাস খবর এনএসইউ’র আন্তর্জাতিক আর্কাইভ দিবস উদযাপন, নিজস্ব আর্কাইভ স্থাপনের ঘোষণা

এনএসইউ’র আন্তর্জাতিক আর্কাইভ দিবস উদযাপন, নিজস্ব আর্কাইভ স্থাপনের ঘোষণা

31
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১১ জুন ডিজিটাল যুগে আর্কাইভের ভবিষ্যত অন্বেষণে এক শোভাযাত্রা ও সেমিনারের মাধ্যমে আন্তর্জাতিক আর্কাইভ দিবস (আইএডি) উদযাপন করেছে। বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভসের (আইসিএ) ৭৫ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় এনএসইউ ও বিএআরএমএমএসের কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন এবং বিএআরএমএসের সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ।

বিকেলে ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. এম এমদাদুল হকের সভাপতিত্বে এক সেমিনারে ঐতিহাসিক স্মৃতির গুরুত্বপূর্ণ ভাণ্ডার হিসেবে আর্কাইভের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় প্রথাগত আর্কাইভ পদ্ধতির পাশাপাশি ডিজিটাল সিস্টেম দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলি মোকাবেলার কথাও উঠে আসে।

এ উপলক্ষে ‘আর্কাইভস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জস অ্যান্ড প্রসপেক্টস অ্যান্ড দ্য মেকিং অব এনএসইউ আর্কাইভস’ শিরোনামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয়। এনএসইউ’র অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদের উপস্থাপিত মূল প্রবন্ধে ডিজিটাল বিশ্বের চাহিদা পূরণে বাংলাদেশের জাতীয় সংরক্ষণাগারের আরো আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন এনএসইউ’র নিজস্ব আর্কাইভ প্রতিষ্ঠার ঘোষণা দেন, যা শুধু বিশ্ববিদ্যালয়ের নথিই নয়, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্রও সুরক্ষিত রাখবে।

image_pdfimage_print