Home আন্তর্জাতিক এবার ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে টিকটক

এবার ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে টিকটক

34
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। এই সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হবে বলে আশা করছে টিকটক।

টিকটকের পেরেন্ট কোম্পানি চীনের বাইটড্যান্স। সম্প্রতি ট্রাম্পের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন পরে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে কোনও লেনদেন করা যাবে না। এ নিয়ে ট্রাম্প প্রশাসনকে আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত টিকটক।

এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেন, আইনের শাসনের লঙ্ঘন ঠেকানো এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে নির্বাহী আদেশের বিপক্ষে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই। সূত্র: বিবিসি

image_pdfimage_print