
ইবনে ফরহাদ তুরাগ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ডিএসসিসির নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস নগর ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৯ নং ওয়ার্ড কার্যালয়ে স্থানীয় কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার ৮শ পরিবারের জন্য ঈদ উল আযহার উপ
হার সামগ্রী বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১২ টায় রাজধানীর কদমতলী থানার আওতাধীন মেরাজনগরের ৫৯ নং ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সার্বিক তত্ত্বাবধায়নে গরীব, অসহায় ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন মেয়র তাপস সাহেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাসিম মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান তারা, সোহাগ শাহরিয়ার, জিহাদ হোসেন সহ উপস্থিত ছিলেন ৫৮,৫৯,৬০,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা আক্তার।
ভিডিও কনফারেন্সে উদ্ভোধন করা ডিএসসিসির মেয়র তাপস বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অসহায় ও দুঃস্থদের পাশে আছি। কাউকে না খেয়ে থাকতে হবে না। দেশে পর্যাপ্ত খাবার মজুত আছে। যারা খাদ্যের কষ্টে আছেন তাদের সকলের কাছে খাবার পৌঁছে দেয়া হবে। এবং সকল মানুষকে সামাজিকতা দূরত্ব বজায় রাখা সহ নিরাপদে ঘরে থাকার আহবান জানান তিনি। সেই সাথে সামনে ঈদের শুভেচ্ছা জানান ডিএস
সিসির নব নিযুক্ত এই মেয়র।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকা আবু আহমেদ মান্নাফি বলেন- আওয়া
মী লীগ মাটি ও মানুষের দল। এদেশের মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সেই দল এখন ক্ষমতায়। তাই ঘরে ঘরে যেয়ে ত্রাণ পৌঁছে দিতে হবে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কেউ যেন খাবারের কষ্ট না করে। আর ত্রাণ নিয়ে আওয়ামী লীগের কেউ যদি অনিয়ম বা অপকর্ম করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে স্পষ্ট জানান তিনি। এছাড়া করোনা সংকট শেষ হবার আগ পর্যন্ত আওয়ামী লীগ অসহায় কর্মহীন মানুষদের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সংগ্রামী সভাপতি।
৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার জানান- তার নিজ অর্থায়নে মোট ৮২০০ জন গরিব, দুঃখি, দুস্থদের মাঝে ইতিমধ্যে খাবার বিতরন করেছেন। তিনি আরো বলেন- যে স্বপ্ন নিয়ে জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন করোনার এই লগ্নে তাদের পাশে আছি এবং সারা জীবন থাকবো। ত্রাণ বিতরণের সময় অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থও বিতরণ করেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। তাছাড়া চলমান করোনা ভাইরাস মোকাবিলায় সমাজের সবার পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান ৫৯ নং ওয়ার্ডের মানবেতর এই কাউন্সিলর।
প্রতিবেদন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায়।