Home ক্যাম্পাস খবর এমেরিটাস অধ্যাপক হচ্ছেন ঢাবির ছয় শিক্ষক

এমেরিটাস অধ্যাপক হচ্ছেন ঢাবির ছয় শিক্ষক

55
0
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্মানজনক এমেরিটাস অধ্যাপক পদের জন্য মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয় শিক্ষককে।

শুক্রবার (১৪ জুলাই) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে (শিক্ষা) এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়।

যাঁরা এমেরিটাস অধ্যাপক হচ্ছেন তাঁরা হলেন – অ্যাকাডেমিক কাউন্সিলে ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

গত ৩০ বছরে সর্বমোট সাতজন শিক্ষককে এই মর্যাদা দেয়া হয়। এবার নতুন তালিকায় আরো ছয়জনের নাম যুক্ত করার প্রস্তাব করা হয়।

এর আগে এমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া শিক্ষকরা হলেন – অধ্যাপক আবদুল জব্বার, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক সুলতানা সারওয়াত আরা জামান, অধ্যাপক নাজমা চৌধুরী, অধ্যাপক আবদুল মতিন এবং অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা ছয়জন শিক্ষককে এমেরিটাস অধ্যাপক হিসেবে প্রস্তাব করেছিলাম, যা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে (শিক্ষা) পাশ হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় এটি সবার মতামত অনুযায়ী অনুমোদন হলে, আমরা সেটা সবার সামনে প্রকাশ করব।

ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম একজন লেখক, চিন্তক, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক। আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য। তিনি বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম একজন শিক্ষাবিদ, ভূগোলবিদ, নগর বিশেষজ্ঞ ও লেখক।

চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী একজন খ্যাতিমান চিত্রকর ও কার্টুনিস্ট। প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান খ্যাতিমান চিত্রশিল্পী।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চাকরি থেকে অবসরপ্রাপ্ত (৬৫ বছর) স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক এমেরিটাস পদ প্রদান করা হয়ে থাকে। এমেরিটাস অধ্যাপকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের মতো বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

image_pdfimage_print