Home ক্যাম্পাস খবর এসাইনমেন্ট নিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এসাইনমেন্ট নিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

33
0
SHARE

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান।

মঙ্গলবার (১ জুন) দেশের একটি টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোভিডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেহেতু পরীক্ষা চালু হয়েও বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা গুলো আবার নেওয়া হবে। যেহেতু শিক্ষার্থীরা একই বর্ষে ২ বছর ধরে আছে সেক্ষেত্রে আমরা শুধু ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্ট নিয়ে পরবর্তী বর্ষে উঠিয়ে দিব। যাতে করে শিক্ষার্থীদের সেশনজট না লাগে।

তিনি আরও বলেন, এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উঠলেও ৪র্থ বর্ষের মধ্যে অর্থাৎ অর্নাস ফাইনাল ইয়ারের আগেই তাদের সকল পরীক্ষা গুলো দিয়ে দিতে হবে। তবে আমরা ইতিমধ্যে কয়েক হাজার ক্লাস অনলাইনে আপলোড দিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিব।

image_pdfimage_print