Home ব্রেকিং ঐতিহাসিক ৭ মার্চ: গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, মানুষের ঢল

ঐতিহাসিক ৭ মার্চ: গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, মানুষের ঢল

34
0
SHARE

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে ফুল দিয়ে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান এই শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, মহিলা আওয়ামী লীগ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যদার সাথে দিবসটি পালন করে।

image_pdfimage_print