
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্য বই বিতরণ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারী) বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন-কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ।
এসময় তাঁর সাথে ছিলেন-শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপস পোদ্দার ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,কচুয়া সপ্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বাটা,বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
কচুয়া পৌরসভার ১৩৩নং কড়ইয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন-তৃণমূল সাংবাদিক কল্যাণ ও নির্যাতন প্রতিরোধ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন হোসাইন ও ১৩৩নং কড়ইয়া উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর শাহজাহান মজুমদার।এসময় উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু ছালেহ মোহাম্মদ জাফর,সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন, ফরিদা ইয়াসমিন,রীতা রানী মজুমদার।
উপজেলার ১২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব উদ্বোধন করেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রনজিৎ সরকার।এ সময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সরকার,সহকারি শিক্ষক শিখা রানী দাস,ইউনুস মিয়া, আয়েশা আক্তার,ফেরদৌসি আক্তার।
শ্রীরামপুর মোহাঃ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উদ্বোধন করেন মাদ্রাসা গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও কচুয়া প্রসক্লাবের সহ সভাপতি আফাজ উদ্দিন মানিক এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে।