
আশিক সরকার :করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কদমতলী থানার আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আকাশ কুমার ভৌমিক করোনা মহামারীতে অসহায় ঘরবন্দী মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন। নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কঠোর লকডাউনের শুরু থেকে তিনি সহস্রাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
আজ কদমতলী থানার থেকে এ মানবিক সহায়তা প্রদান কালে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে মানবিক এ সহায়তা অব্যাহত রাখবেন। উল্লেখ্য, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় তিনি প্রায় ৯০ হাজার দুস্থ্ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৫ কেজি করে ডাল,ভোজ্য তেল, পিয়াজ, লবন, চিনি, সাবান ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জনাব সাহিদা বেগম,সোহাগ শাহরিয়ার । উপস্থিত ছিলেন কদমতলী থানার অন্তর্গত আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কদমতলী থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মাসুদ রানা,জিহাদ হোসেন সহ উপস্থিত শাহিদা আক্তার,সাখাওয়াত হোসেন শাকিল পাটোয়ারী , ঢাকা মহানগর দক্ষিণ সিটির ৫৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ থানা, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।